কাতারে বাংলাদেশিদের আতঙ্কিত না হতে বলেছে দূতাবাস

নিজস্ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ১৭:১১
অ- অ+
ফাইল ছবি

উপসাগরীয় দেশ কাতারে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে এককভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে দোহায় বাংলাদেশ দূতাবাসের পরামর্শ গ্রহণ করার জন্য কাতারে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইসলামিস্ট গ্রুপগুলোকে সহযোগিতা দিয়ে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে কয়েকটি দেশ সম্পর্ক ছিন্ন করার পর উদ্ভূত পরিস্থিতিতে এই পরামর্শ দেয়া হয়েছে।

দূতাবাস এক বিবৃতিতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজনীয় নির্দেশনার জন্য কাতারের সব বাংলাদেশিকে দূতাবাসের সঙ্গে পরামর্শ করতে অনুরোধ জানানো হয়েছে।

দোহায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর হচ্ছে +৯৭৪৪৪৬৭১৯২৭।

বিবৃতিতে কলা হয়, দূতাবাস উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। পরিবর্তিত পরিস্থিতি যথাযথ বিশ্লেষণের এবং পর্যবেক্ষনের পরে দূতাবাস যথাযথ পরামর্শ দেবে।

দূতাবাস জানায়, তারা পরিস্থিতির প্রতি ঘনিষ্ঠ নজর রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহত যোগাযোগ বজায় রেখেছে।

বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি কাতার সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ব্যাপারে অহেতুক আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে দূতাবাস মনে করে।

কাতারে বর্তমানে তিন লাখ ৮০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছে।

(ঢাকাটাইমস/০৭জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা