ভ্যাট আইন নিয়ে অসত্য ছড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ১২:২৬| আপডেট : ১০ জুন ২০১৭, ১২:৩৫
অ- অ+

ভ্যাট আইন নিয়ে অসত্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।

শনিবার সকালে কাকরাইলের আইডিবি ভবনে ভ্যাট আইনবিষয়ক এক সভায় এ মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মিলনায়তনে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত ভ্যাট নিয়ে ট্যাক্স ট্রেনিং ইনিস্টিটিউট এই সভার আয়োজন করে।

প্রস্তাবিত বাজেটে ভ্যাট আইন বিষয়ে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে ভ্যাট আইন বাস্তবায়ন হবে। এর পর থেকে এ আইন নিয়ে আনেক আলোচনা হচ্ছে। সিপিডি বলেছে, সব ক্ষেত্রে ১৫ সতাংশ ভ্যাট কারর্যকর হলে তাহলে পণ্যের দাম বেড়ে যাবে। ব্যবসায়ীরাও এ হার কমানোর কথা বলছেন।

নজিবুর রহমনান বলেন, ‘ভ্যাট আইন নিয়ে যে আলোচনা হচ্ছে তা বেশির ভাগই ‘মিথ’ (কল্পকাহিনী), অসত্য। আমদের ভ্যাট আইনের ভালো দিকগুলো তুলে ধরতে হবে। ভারতে সর্বোচ্চ ভ্যাট ২২ শতাংশ আর আমাদের ১৫ শতাংশ এ বিষয়গুলো তুলে আনতে হবে।’

নজিবুর রহমান বলেন, ‘দেশের উন্নয়নের অক্সিজেন রাজস্ব আমরা আহরণে কাজ করছি। প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে আলোচনা হচ্ছে। সেখানে থেকে যে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী কাজ করব।

এসময় তিনি ভ্যাট অনলাইন ট্রেনিং প্রোগামের উদ্ধোধন করেন। নজিবুর রহমান বলেন, ‘আপনারা এ প্রশিক্ষণের মাধ্যমে ভ্যাট সস্পর্কে কোনো প্রশ্নে থাকলে তার উত্তর পাবেন।

(ঢাকাটাইমস/১০জুন/জেআর/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিগত ৩ নির্বাচনকে ‘ভালো’ সার্টিফিকেট দেয়া পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা