বন্যার্তদের জন্য মালয়েশিয়া প্রবাসীদের অর্ধকোটি টাকার ফান্ড

শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়া থেকে
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৭, ১৮:১২

প্রায় অর্ধকোটি টাকার সহায়তা নিয়ে দেশের উত্তরাঞ্চলে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কয়েকটি সংগঠন বন্যার্তদের জন্য এই ফান্ড কালেকশন করেন।

সংগ্রহ করা ত্রাণের অধিকাংশই ইতোমধ্যে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে, আরও কিছু রয়েছে বিতরণের অপেক্ষায়। অন্যদিকে আরও ত্রাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

দেশে বানের পানি বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নেয় মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির বেশ কয়েকটি সংগঠন। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস চেষ্টার ফলে ত্রাণের টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় অর্ধকোটির ঘরে।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার নেতা মকবুল হোসেন মুকুল। পরে গত ২৬ আগস্ট প্রধানমন্ত্রীর হাতে দশ লাখ টাকার চেক তুলে দেয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালয়েশিয়া শাখার পক্ষ থেকে দেশের বন্যা দুর্গতদের জন্য ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান দলটির মালয়েশিয়া শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

এদিকে গত ২৪ আগস্ট বাংলাদেশ কমিউনিটি অব জোহর মালয়েশিয়ার পক্ষ থেকে আরজু শেখ জনি'র নেতৃত্বে দিনাজপুর ও রংপুরে বন্যাদুর্গতদের মাঝে পাঁচ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়।

অন্যদিকে সংবাদ সম্মেলন করে বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে মাঠে মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতি। সংগঠনটির উপদেষ্টা আকতার হোসেন গাজী জানান, ১৫ লক্ষাধিক টাকার ত্রাণ নিয়ে আমরা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারবো বলে আশা করছি। ইতোমধ্যে আমরা ব্জবসায়িসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ১১ লাখ টাকা সংগ্রহ করেছি।

বাংলাদেশি অধ্যুষিত কোতারায়ায় যুবকদের সংগঠন 'আমরা প্রবাসী যুবসংঘ' বন্যার্তদের জন্য প্রায় আড়াই লাখ টাকা সংগ্রহ করেছে বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি হারুন রশিদ মিয়াজি।

মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতিও বন্যা দুর্গতদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহের কাজ করছে বলে জানান সমিতির সভাপতি নাজমুল ইসলাম বাবুল।

এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) 'প্রাণের জন্য ত্রাণ' শিরোনামে ত্রাণ সংগ্রহ করছে বলে জানান সংগঠনটির সভাপতি জিয়াউর রহমান জিয়া।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতারা বলেন, দেশের এমন কঠিন সময়ে আমাদের এগিয়ে আশা দায়িত্ব বলে মনে করি। ফলে আমরা আমাদের সাধ্যমত বানভাসি মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছি। আমাদের মতো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের এগিয়ে আশা উচিত।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

কাতারের ওয়াকরায় মুন্তাকিম সুপার মার্কেটের যাত্রা শুরু 

কিরগিজস্তানে আতঙ্কে দিন কাটাচ্ছে ১২০০ বাংলাদেশি শিক্ষার্থী

মালয়েশিয়ায় শ্রমিকদের মানবেতর জীবন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

রোমের মন্তে রতন্দো‘তে বিমাসের মতবিনিময় সভা   

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

এই বিভাগের সব খবর

শিরোনাম :