নবাব আবদুল লতিফ স্মরণে আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০১৮, ১৭:১২| আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৭:১৩
অ- অ+

বাঙালি শিক্ষা জাগরণের অগ্রদূত, ফরিদপুরের গৌরব পুরুষ নবাব আবদুল লতিফের ১২৫তম মৃত্যুদিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ার হলে নবাব আব্দুল লতিফের জীবনাদর্শ ও কর্মের ওপর এ আলোচনা সভা হয়। নবাব আবদুল লতিফ গবেষণা ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, নবাব আবদুল লতিফ ইংরেজি শিক্ষাগ্রহণে পিছিয়ে থাকা বাঙালি ও মুসলিমদের মধ্যে গণজাগরণ সৃষ্টি করে। যার ফলশ্রুতিতে পিছিয়ে থাকা মানুষেরা অগ্রগামী হন।

তারা আরো বলেন, নবাব আব্দুল লতিফ নির্যাতিত মানুষের পাশে থেকে তাদের অলোর পথ দেখিয়েছেন।

এসময় বক্তারা তার স্মৃতি রক্ষায় জেলার বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামে তার বাড়িটি সংরক্ষণ করে মিউজিয়াম স্থাপনের দাবি জানান।

সভায় বক্তব্য দেন- প্রফেসর ড. এম শমসের আলী, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, চতুলে ইউপি চেয়ারম্যান শরীফ শহিদুজ্জামান লিটু প্রমুখ।

সংগঠনের সভাপতি ডা. এম এ জলিলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, প্রফেসর মো. শাহজাহান, অধ্যাপক এমএ সামাদ, মফিজ ইমাম মিলন, মঈনুদ্দিন আহমেদ, সদস্য সচিব মো. মনিরুল ইসলাম টিটো, রাজ্জাক রাজা প্রমুখ।

(ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে: সিইসি
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার
মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. নাজমুল ইসলাম
১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা