মাদারীপুরে স্কুলছাত্রের আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ১৯:০৮

পরিবারের কারো বারণ না শুনে পাড়ার ছেলেদের সাথে প্রচণ্ড বৃষ্টিতে কাঁদা পানির মধ্যে খেলতে যাওয়ায় বাবার মারধর ও গালমন্দ শুনে অভিমানে বাথরুমে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে নাজিম উদ্দিন লাবিব নামে ৮ম শ্রেণির এক মেধাবী ছাত্র।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার বিসিক রোডে।

লাবিব ইস্পহানি গ্রুপের টেকেরহাট বন্দরে কর্মরত আব্দুল জলিল মৃধার একমাত্র ছেলে ও স্থানীয় আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। হৃদয় বিদারক এ ঘটনায় সারা এলাকায় শোকের ছায়া এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পরিবারের সদস্যদের বাধা উপেক্ষা করে লাবিব প্রচণ্ড বৃষ্টিতে কাঁদা পানির মধ্যে পাড়ার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা শেষে লাবিব বাসায় ফিরলে তার বাবা জলিল মৃধা ক্ষিপ্ত হয়ে তাকে কয়েকটি চড়থাপ্পড় ও গালমন্দ করেন। এতে প্রচণ্ড অভিমান করে লাবিব সবার অলক্ষ্যে বাথরুমে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বাথরুমের দরজা ভেঙে ভেন্টিলেটরের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাবিবকে দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় পরিবারের অন্যন্য সদস্যরা তাৎক্ষণিক লাবিবকে উদ্ধার করে রাজৈর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে পথে তার মৃত্যু ঘটে।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, লাবিবকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

এদিকে লাবিবের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীসহ এলাকার লোকজনের মাঝে কান্নার রোল পড়ে যায়। একমাত্র ছেলেকে হারিয়ে আব্দুল জলিল অনেকটা বাকরুদ্ধ। অপরদিকে লাবিবের মায়ের আহাজারিতে গোটা এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। কেউ পারেনি তাদের কান্না থামাতে, বরং হৃদয়বিদারক এ দৃশ্যে আগত সবাই কেঁদে ফেলেন। মর্মান্তিক এ ঘটনায় সারা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ছে।

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :