স্কুলের এক দরজা ও দুই জানলার বিল ছয় লাখ!

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০১৮, ২২:৩৭ | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৮, ২১:৩৪
প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিমারির হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি দরজা ও দুটি জানলা বানিয়ে ছয় লাখ টাকা বিল তুলে নিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের(এলজিইডি) অধিভুক্ত একজন ঠিকাদার। অথচ দরজা ও জানলা দুটির প্রকৃত খরচ মাত্র ২০ হাজার টাকা।

হাজীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির দাতা সদস্য আনোয়ার হুসাইন অভিযোগ করেন, ঠিকাদার ইকবাল হুসাইন দাউদ স্থানীয় এলজিইডি কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে যোগসাজশ করে এই কাজ করেছেন।

উপজেলা এলজিইডি কর্মকর্তা সূত্র জানায়, ওই স্কুলের ১৩টি জানলা, আটটি দরজা এবং একটি সিলিং তৈরির জন্য ছয় লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল ঠিকাদার দাউদকে।

আনোয়ারের অভিযোগ, নিম্নমানের একটি দরজা ও দুটি জানলার কাজ করে জুনের শেষ সপ্তাহে ঠিকাদার চূড়ান্ত বিল তুলে নেন ওই ঠিকাদার। স্কুলের প্রধান শিক্ষক, স্কুল সভাপতি ও এলজিইডি কর্মকর্তাকে ঘুষ দিয়ে খুব সহজেই পুরো টাকা তুলে নেন তিনি।

ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করে স্কুল কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেছেন, ঠিকাদার তাদের নিশ্চিত করেছেন চলতি মাসের মধ্যেই বাকি কাজ করে দেবেন।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেছেন, তিনি জানেন না ঠিকাদার কীভাবে কাজের পুরো টাকা তুলে নিয়েছেন। কারণ তিনি কাজ সম্পূর্ণ করার কোনো ছাড়পত্র দেননি।

অভিযুক্ত ঠিকাদার জানান, এলজিইডির অধীন স্কুল সংস্কার কাজ সম্পন্ন করার চূড়ান্ত টাকা তিনি তুলেননি।

তবে আদিতমারী উপজেলা এলজিইডি প্রকৌশলী ফজলুল হক জানান, স্কুল কর্তৃপক্ষের স্বাক্ষরিত ছাড়পত্র পাওয়ার পরই ওই ঠিকাদারকে পুরো টাকা দিয়ে দেয়া হয়েছে।

তবে তিনি ঠিকাদার থেকে কোনো প্রকার ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেন।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

টাকায় কেনা কারিগরি বোর্ডের সনদের তালিকা পেয়েছে ডিবি

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :