বৃষ্টির দিনে জয়ের ফিরল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৯:৫৫ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ০৯:০৯

বৃষ্টির দিনে জয়ে ফিরল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে বৃষ্টি আইনে তিন রানে জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজে দক্ষিণ আফ্রিকা এখন ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। অর্থাৎ, প্রোটিয়ারা প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ।

বুধবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৮.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। এরপর ম্যাচের ওভার কমিয়ে ৩৯ ওভার করা হয়। শ্রীলঙ্কা ৩৯ ওভারে সাত উইকেটে ৩০৬ রান সংগ্রহ করে।

শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে ৩৪ বলে ৬৫ রান করেন দাসুন শানাকা। ৪৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। ৩২ বলে ৫১ রান করেন কুসল পেরেরা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লুঙ্গি এনগিদি ২টি, আন্দিল ফেহলাকওয়েও ১টি, জেপি ডুমিনি ২টি, উইলেম মাল্ডার ১টি ও কেশভ মহারাজ ১টি করে উইকেট শিকার করেন।

এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামে। দুই ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টি নামে। বৃষ্টির পর আবার যখন খেলা শুরু হয় তখন দক্ষিণ আফ্রিকার সামনে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়। ২১ ওভারে দক্ষিণ আফ্রিকার লক্ষ্যমাত্রা দেয়া হয় ১৯১ রান।

প্রোটিয়ারা ২১ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২৩ বলে ৪০ রান করেন হাশিম আমলা। ১৩ বলে ২১ রান করেন অধিনায়ক কুইন্টন ডি কক। ২৩ বলে ৩৮ রান করেন জেপি ডুমিনি। ১৭ বলে ২১ রান করেন ডেভিড মিলার। ১৪ বলে ১৭ রান করেন কেশভ মহারাজ। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সুরঙ্গা লাকমল ৩টি, আকিলা ধনঞ্জয়া ১টি, থিসারা পেরেরা ২টি, দাসুন শানাকা ১টি ও ধনঞ্জয়া ডি সিলভা ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন শ্রীলঙ্কার দাসুন শানাকা।

(ঢাকাটাইমস/৯ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :