তিন ভাইকে কুপিয়ে জখম, বাড়িঘরে হামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৬
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার ভোলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নাজমুল হক ভুইয়া জানান, একই এলাকার জহিরুল ইসলামের সঙ্গে নাজমুল হক ভুইয়ার বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষ জহিরুল ইসলাম, আজিম, রাসেল, শাওন, সুমন মোল্লা, কাউসার, ফরিদা, রেশমা বেগম অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নাজমুল হকের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর শুরু করেন। এসময় নাজমুল হক ভুইয়ার বড় ভাই মামুনুর রশিদ ভাঙচুরে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে তাকে জখম করেন। মামুনুর রশিদের চিৎকারে নাজমুল হক ভুইয়া ও ছোট ভাই রাকিবুল হাসান বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন রাকিবুল হাসানকে কুপিয়ে জখম করে। এসময় প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ভাঙচুর করে।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা