ইবি শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মত অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ভর্তি পরীক্ষা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে গ্রহণের সিদ্ধান্ত নেয়ার প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

মঙ্গলবার বেলা ১১টায় স্ব-স্ব বিভাগের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা।

আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের দাবি, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত বিভাগের ভর্তি পরীক্ষা থিওলজি অনুষদের মাধ্যেমে গ্রহণ করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। আল-ফিকহ বিভাগে আইন বিভাগের সমপরিমাণ আইন সম্পর্কিত কোর্স পড়তে হয়। এটি আল-ফিকহ বিভাগকে থিওলজি অনুষদভুক্ত বিভাগে রূপান্তরিত করার হীন চক্রান্ত। আমরা প্রশাসনের কাছে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার জোর দাবি জানাই। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দাবি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত বিষয়গুলো ধর্মতত্ত্ব সম্পর্কিত। কিন্তু আরবি ভাষা ও সাহিত্য বিভাগ সাহিত্য সম্পর্কিত। সাহিত্যের সাথে ধর্মতত্ত্বের কোন সম্পর্ক নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের অধীনেই আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। সুতরাং ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিন্ন অনুষদে নেয়া হবে কেন? এসময় ভর্তি পরীক্ষা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে বহাল রাখার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

সোমবার আরবি বিভাগের শিক্ষার্থীরা বিষয়টি সমাধানের জন্য অনুষদের ডিন বরাবর স্মারকলিপি প্রদান করে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ আগস্ট আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ভর্তি পরীক্ষা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা স্ব-স্ব বিভাগের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছেন।

গত ২৯ আগস্ট থেকে দুই বিভাগের শিক্ষার্থীরা অবরোধ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে আসছেন।

আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. একে মোহা. নুরুল ইসলাম বলেন, এটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। আগামীকাল আমরা বিষয়টি নিয়ে বিভাগের শিক্ষকদের সাথে করে উপাচার্যের সাথে দেখা করব।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাথে আরবি ভাষা ও সাহিত্যের কোন সম্পর্ক নেই। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের ভর্তি পরীক্ষা অন্য কোন অনুষদের অধীনে গ্রহণ করা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছি।

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, শিক্ষার্থীদের উচিৎ তাদের শিক্ষকদের সাথেই কথা বলা। তাদের শিক্ষকদের উপস্থিতিতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। বিষয়টি বিভাগের শিক্ষকদের মাধ্যমেই লিখিতভাবে জানাতে হবে। যদি একান্তই সমস্যা হয় তবে সমাধান করা হবে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ সোমবার বন্ধ, খোলা প্রাথমিক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

ঢাকার তাপমাত্রা দেখে সারাদেশে স্কুল বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :