লক্ষ্মীপুরে ৬ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৮, ১৩:৩০

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে রায়পুরে মেঘনায় মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে মেঘনা নদীর চররমনী এলাকাসহ বিভিন্ন স্থানে মৎস্য বিভাগ ও র‌্যাবের যৌথ উদ্যোগে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী প্রত্যেক জেলেকে এক মাস করে বিনাশ্রম করাদ- দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সালাউদ্দিন, দিদার হোসেন, ইব্রাহিম হোসেন, মোশারেফ হোসেন, খোকন ও নুর উদ্দিন। তাদের সবার বাড়ি সদর উপজেলায়।

জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম মহিব উল্যা বলেন, রায়পুরে মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরে মেঘনায় ১০০ কিলোমিটার এলাকায় ৭ অক্টোবর মধ্য রাত থেকে ২৮ অক্টেবর পর্যন্ত ২২দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে জেলা মৎস্য বিভাগ।

এই ২২ দিন রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকা পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :