গয়েশ্বরের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:২৭| আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০১:১৩
অ- অ+

নির্বাচনী প্রচারণা চালানোর সময় ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়েছে। হামলায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নিজের নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তায় এ হামলার ঘটনা ঘটে। এতে গয়েশ্বর রায়সহ পাঁচজন আহত হন।

ঘটনার পর মুঠোফোনে গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে ঢাকাটাইমসের কথা হয়। তিনি বলেন, ‘ভাই কথা বলতে পারছি না। আমার ওপর হামলা হয়েছে। বাঁচবো কি না জানি না।’

গয়েশ্বরের ব্যক্তিগত সহকারী মো. শাহিন ঢাকাটাইমসকে বলেন, আওয়ামী লীগের লোকজন স্যারের মাথায় আঘাত করেছে। তিনি গুরুতর আহত হয়েছেন। পরে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকাটাইমসকে বলেন, সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া, কদমতলী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তার ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা