উপজেলা পরিষদ নির্বাচন

আলফাডাঙ্গায় আ.লীগের ফরম নিলেন ১৮ জন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৯, ১৮:৪৭| আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৯:০৬
অ- অ+

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরিদপুরের আলফাডাঙ্গায় চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

বুধবার সন্ধা ৭টা পর্যন্ত উপজেলা দলীয় কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন ছিলো।

দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য তাহিদুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান, যুগ্ম-সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ জামাল হোসেন, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, অ্যাডভোকেট কুবাদ হোসেন, আব্দুর রজ্জাক শেখ, আবুল খায়ের খান, শামচুদ্দীন হাসু, ইমাম হাসান মিলু, কামরুল ইসলাম শিকদার, হারুন কাজী, ইব্রাহিম মোল্যা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে উপজেলার প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে দলের শীর্ষ নেতারা পরবর্তীতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন।

ঢাকাটাইমস/৩১জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা