কুষ্টিয়ায় স্টেশন চালু রাখার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৯, ১৮:৪০

কুষ্টিয়ার মিরপুরে সদ্য বন্ধ ঘোষিত মিরপুর রেল স্টেশন চালু এবং সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে।

রবিবার দুপুরে মিরপুরে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে ঈগল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মিরপুর স্টেশন যদি বন্ধ হয়, তাহলে বাংলাদেশের মানচিত্র থেকে মিরপুরকে মুছে ফেলতে হবে। আমরা তো সেখানে দাঁড়িয়ে আছি যেখান থেকে বাংলাদেশের প্রথম স্বাধীনতার ব্যবস্থা নিয়েছিলাম, সেই কুষ্টিয়ার মানুষ আমরা। তৎকালীন মুজিবনগর এই বৃহত্তর কুষ্টিয়ারই অংশ ছিল। এই মিরপুরের গুরুত্বপূর্ণ সদ্য বন্ধ হওয়া স্টেশনটি আবার চালু ও সকল আন্তঃনগর ট্রেনের স্টোপেজ চাই।’

মানববন্ধনে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক আফতাব উদ্দিন খাঁন, মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ মিরপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :