এবার শটগানসহ যাত্রী আটক শাহজালালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২২:৫৯ | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৯, ২২:৩৪

এবার শটগানসহ এক যাত্রীকে আটক করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নূরুল ইসলাম নামের এই যাত্রী প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মহিদুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা। তিনি কোনো ধরনের ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে যশোর যাচ্ছিলেন।

আজ শনিবার বিকেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাকে আটক করে সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা দল অ্যাভসেক।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, আজ বিকাল পাঁচটার দিকে নভোএয়ারের একটি বিমানে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মহিদুর রহমানের সঙ্গে যশোর যাচ্ছিলেন নূরুল ইসলাম। অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে ভেতরে যাওয়ার সময় প্রথম তল্লাশিতে নূরুল ইসলামের ব্যাগে অস্ত্র পান অ্যাভসেকের নিরাপত্তাকর্মীরা। এ সময় জিজ্ঞাসা করা হলে অস্ত্র থাকার কথা জানান নূরুল ইসলাম। এর আগে তিনি বিষয়টি ঘোষণা করেননি।

নূরুল ইসলামের কাছে একটি শটগান ও ১০ রাউন্ড গুলি পাওয়া গেছে জানিয়ে অ্যাভসেকের পরিচালক উইং কমান্ডার নূরে আলম সিদ্দিকী সংবাদমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে সম্প্রতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন পিস্তল নিয়ে যাওয়ার সময় তল্লাশিতে তা ধরা না পড়লে তিনি পরে সেটি কর্তৃপক্ষকে জানান। এ নিয়ে পরস্পর দোষারোপের মধ্যে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তার দুদিন বাদে এক যাত্রী অস্ত্রসহ তল্লাশি পেরিয়ে যান কোনো রকম বাধা ছাড়া। পরে অস্ত্র থাকার কথা ঘোষণা করেন তিন।

(ঢাকাটাইমস/১৬মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :