ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

ঠাকুরগাঁও রোড রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও রোড এলাকার সুগার মিলের পেছনে রেললাইনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন এ তথ্য জানান।
তাৎক্ষণিকভাবে মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও রেল স্টেশন মাস্টার আখতারুল ইসলাম জানান, পঞ্চগড় রেলস্টেশন থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
এসআই চন্দন বলেন, ঘটনা শোনামাত্র আমরা স্টেশনে আসি। তাৎক্ষণিকভাবে মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢাকাটাইমস/১৭মার্চ/ওআর

মন্তব্য করুন