রংপুরে দুটিতেই নৌকার জয়

ব্যুরো প্রধান, রংপুর
  প্রকাশিত : ২৪ মার্চ ২০১৯, ২১:৪৮
অ- অ+

তৃতীয় ধাপে রংপুরের দুই উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নাসিমা জামান ববি ও জাকির হোসেন। ওই দুই উপজেলা হচ্ছে- সদর ও মিঠাপুকুর। রবিবার এই দুই উপজেলায় ভোট হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে বাকি ছয় উপজেলায় ভোট হয়েছে।

নাসিমা জামান ববি টানা তিনবার নির্বাচিত হলেন, আর জাকির হলেন দুইবার।

রংপুর সদর উপজেলায় নৌকার প্রার্থী ও জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি ২৩ হাজার ৯২৫ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. দেলোয়ার হোসেন পেয়েছেন ১৬ হাজার ৬১৯ ভোট।

অন্যদিকে, রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রায় ৮৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ জাকির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ মেজবাহুর রহমান মঞ্জু।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্র-জনতার অভ্যুত্থানের বার্ষিকীতে বৃক্ষরোপণের মাধ্যমে সম্মান জানাল বিজিবি
মতিঝিলে ২৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা