বরুড়া উপজেলা নির্বাচন স্থগিত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০১৯, ২২:০৬
অ- অ+

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী।

নির্বাচন অফিস সূত্র জানায়, ‘হাইকোর্ট বিভাগের রিট অনুযায়ী কুমিল্লা জেলার বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য আদেশ প্রদান করেছেন। হাইকোর্ট বিভাগের আদেশ প্রতিপালনার্থে বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ এবং ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন।’

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, ‘বরুড়া উপজেলা পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল সামাদের বিরুদ্ধে জেলা পরিষদের সদস্য পদে পদত্যাগ না করা এবং ঠিকাদারি ব্যবসা চলমান থাকার অভিযোগ তুলে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী এ এন এম মইনুল ইসলাম হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে হাইকোর্ট অভিযোগগুলো আমলে নিয়ে বিদ্রোহী প্রার্থী সোহেল সামাদের প্রার্থিতা বাতিল করেন। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।’

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা