বিমানবন্দরের টয়লেটে মিলল ১০ কোটি টাকার সোনা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০১৯, ১৬:১৭
ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে আবুধাবী থেকে আগত বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটের টয়লেট থেকে ২০০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২৩ কেজি ৪০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান।

এ ঘটনায় একজন টেকনেশিয়ান ও একজন ক্লিনারকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক মো. মারুফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা পাঁচ মিনিটে আবুধাবি থেকে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের পর আমরা তল্লাশি চালাই। এ সময় বিমানের টয়লেটের ব্যবহৃত টিস্যু ফেলার ডাস্টবিনে ২০০টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলো কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো প্যাকেটের ভেতর স্ক্রু দিয়ে লাগানো ছিল।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :