ক্লাস চলাকালে বরগুনায় আবারো বিদ্যালয়ের ছাদ ধস

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৯, ১৯:১৪

পাঠদান চলাকালে বরগুনায় আবারো একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের ছাদের একাংশ ধসে পড়েছে। মঙ্গলবার সকাল ৯টা পাঁচ মিনিটের দিকে বরগুনা পৌরশহরের আমতলাপাড় এলাকার ১৬নং মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বেঁচে যায় শিক্ষার্থীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা শিক্ষাকর্মকর্তা।

এ বিষয়ে ১৬নং মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নিপা জানান, যেই শ্রেণিকক্ষে ছাদের একাংশ ধসের ঘটনা ঘটছে সেখানে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদান চলছিল।

শামীমা আরো বলেন, যে স্থানে ছাদের একাংশ ধসে পড়েছে সেখানে রিফাত নামের এক শিক্ষার্থী বসাছিল। রিফাত ইউনিফমর্ পরে না আসার কারণে তাকে আমি ইউনিফমর্ পরতে বাসায় পাঠাই। রিফাত ওই স্থান থেকে উঠে বাসায় যাওয়ার এক থেকে দেড় মিনিটের ব্যবধানে ছাদ ধসের ঘটনা ঘটে।

তিনি জানান, দু’বছর আগে তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেন। এই দু'বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ এই ভবনে কোনো সংস্কার হয়নি। এমনকি ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া এবং এ ভবনের ছবিসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও এ ব্যাপারে কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বরগুনার সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, এ ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্ন করেছি। ভবনটির যে যে স্থানে ফাটল দেখা দিয়েছে, সে স্থানের পলেস্তরা ফেলে দিতে বলা হয়েছে।

এর আগে ৬ এপ্রিল তালতলী উপজেলার ৫নং ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের বিমের একাংশ ধসে পড়ে। এতে মানসুরা নামের এক ছাত্রী নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরো নয়জন।

ঢাকাটাইমস/০৯এপ্রিল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :