রাণীনগরে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধা নিহত

রাণীনগর (নওগাঁ) প্রতিবেদক
  প্রকাশিত : ০৬ মে ২০১৯, ১১:৪৮
অ- অ+

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে রেজানুল হক রেজু (৪) নামে এক শিশু ও জরিনা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার পৃথক দুটি জায়গায় এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রেজু উপজেলার বিলপালশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং জরিনা বেওয়া মিরাট উত্তরপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার শিশু রেজু খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

একই দিনে বৃদ্ধা জরিনা বেওয়া পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পরে তার লাশ ভেসে ওঠে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান এই দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ঢাকাটাইমস/৬ মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা