কুমিল্লায় বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে চালক নিহত

কুমিল্লায় বাসের ধাক্কায় মাটিবাহী ট্রাক্টর উল্টে এর চালক নিহত হয়েছেন।
রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই পুরাতন পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক হেলাল হোসেন (২৭) কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক কাউছার জানান, চালক হেলাল হোসেন মহাসড়ক দিয়ে খালি ট্রাক্টর নিয়ে মাটি আনতে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী এশিয়া ট্রান্সপোর্ট নামে একটি যাত্রীবাহী বাস ট্রাক্টটির পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর উল্টে চালক মাথায় আঘাত পেয়ে মারা যান। পুলিশ বাসটিকে আটক করতে পারেনি।
নিহতের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। মরদেহ থানায় রয়েছে।
ঢাকাটাইমস/১৬জুন/ইএস

মন্তব্য করুন