পুলিশে চাকরির প্রতিশ্রুতি, প্রতারক আটক

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:৫৭ | প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ১৯:৫১

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে শহরের লতিফপুর কলোনি এলাকায় আহসানুল কবির নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদরের চকপৈলানপুর গ্রামের বাসিন্দা।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের বায়েজিদ নামে এক শিক্ষার্থীকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন আহসানুল কবির। আহসানুল কবির কয়েকদিন আগে বায়েজিদকে সাথে নিয়ে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান। বায়েজিদকে বাইরে রেখে তিনি হাইওয়ে পু্লিশ সুপারের কক্ষে প্রবেশ করেন। সেখান থেকে বের হয়ে বায়েজিদকে জানান আলোচনা হয়েছে তিন লাখ টাকা অগ্রিম দিতে হবে। বায়েজিদ বিষয়টি তার পরিবারকে জানালে তারা খোঁজ নিয়ে জানতে পারেন হাইওয়ে পুলিশ সুপার নিয়োগ বোর্ডের কেউ না। এতে তাদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশে জানায়। পরে পুলিশ কৌশলে আহসানুল কবিরকে গ্রেপ্তার করে থানায় আনে।

এদিকে আহসানুল কবির গ্রেপ্তারের খবর জানাজানি হলে কাহালু থানার কোহালী গ্রামের মশিউর রহমান থানায় হাজির হয়ে অভিযোগ করেন, তার ভাতিজা আসিফ খানকে পুলিশে চাকরি দেয়ার কথা বলে আহসানুল কবির ছয় লাখ টাকা চুক্তি করে। এরমধ্যে গত মঙ্গলবার (১৮ জুন) সপ্তপদী মার্কেটের সামনে ৯২ হাজার টাকা গ্রহণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ঢাকাটাইমসকে জানান, পুলিশে চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগের পর বায়েজিদের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আহসানুলকে থানায় রাখা হয়েছে। তার নামে কাহালু থানার কোহালী গ্রামের মশিউর রহমান বাদী হয়ে মামলা করেছে।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :