দুই পক্ষের গোলাগুলিতে ‘মাদক কারবারি’ নিহত

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০১৯, ০৮:৫৬
অ- অ+
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে দু’দল মাদক কারবারির মধ্যে গোলাগুলিতে এনামুল হক নামের এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও মাদক। নিহতের বিরুদ্ধে মাদকসহ ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত এনামুল কাজিপুর বর্ডারপাড়া গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক কারবারি এনামুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা। নিহতের বিরুদ্ধে গাংনী থানায় মাদকসহ ছয়টি মামলা রয়েছে।

ঢাকাটাইমস/২১জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা