শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ২০:০১
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পারিবারিক কলহের জেরে শরীরে আগুন দিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। তার নাম তানিয়া আক্তার। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তানিয়া আক্তারের স্বামী আমিনুল ইসলাম বলেন, আজ বুধবার দুপুর একটার সময় আমার ও তানিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে তানিয়া নিজের শরীরে কেরসিন তেল ঢেলে নিজেই আগুন লাগিয়ে দেয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ তানিয়ার শরীরের ৮৮ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তানিয়া আক্তার যাত্রাবাড়ীর কোনাপাড়ার মসজিদের পাশের ২৭ নম্বর রবিউলের বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী আমিনুল ইসলাম একটি জুতার দোকানে কাজ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন তানিয়া অবস্থা আশঙ্কাজনক।

ঢাকাটাইমস/২৬জুন/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা