ভারতে বৃষ্টি ও বন্যায় নিহত ৬৯, কেরালায় রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯, ১১:১৯
অ- অ+

ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসাম ও বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশেও বৃষ্টিজনিত কারণে প্রাণ গিয়েছে ১৪ জনের। অতি ভারী বৃষ্টির আশংকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায়।

জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কেরালার ৬ জেলায় ২০৪ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরেও চলছে প্রবল বৃষ্টি। পাঞ্জাব ও হরিয়ানায় দু’দিন ধরে চলছে অঝোরে বৃষ্টি।

বিহারে মঙ্গলবার বিকেল পর্যন্ত হড়বা বানে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৩ জনের। ১৬ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫.৭১ লাখ মানুষ। কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নাগাড়ে বৃষ্টি ও প্রচুর জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিহারে। নিরাপদ স্থানে সরানো হয়েছে লক্ষাধিক মানুষকে।

আসামে বন্যার কবলে পড়েছে ৩৩টি জেলা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। প্রকৃতির রোষে ক্ষতিগ্রস্ত ৪৫ লাখেরও বেশি মানুষ। রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তর জানিয়েছে, গুয়াহাটিসহ প্রায় সব বন্যাকবলিত জেলাতেই বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও তার শাখা নদীগুলি।

ঢাকা টাইমস/১৭জুলাই/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
‘মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব’
কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষ নেতারা
সবাই স্বপদে বহাল আছেন, কাউন্সিলে সিদ্ধান্ত হবে কে থাকবেন: আনিসুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা