বন্যার্তদের পাশে কোনাবাড়ী উলামা পরিষদ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০১৯, ২১:৪২
অ- অ+

উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে গাজীপুরের কোনাবাড়ী উলামা পরিষদ। সংগঠনের পক্ষ থেকে কুড়িগ্রামের চিলমারি ও রাজিবপুরের ক্ষতিগ্রস্ত দুই সহস্রাধিক মানুষকে সহযোগিতা করা হয়েছে।

সংগঠনের নেতা মাওলানা সায়ীদ কাদির জানান, সোমবার তারা সারাদিন দুই হাজার ২৫০ পরিবারকে খাদ্যসামগ্রীর প্যাকেট সরবরাহ করেছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে নগদ অর্থও দেয়া হয়েছে।

তিনি জানান, সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ত্রাণ দিয়েছে কোনাবাড়ী উলামা পরিষদ। এতে সার্বিক সহযোগিতা করেছে কোনাবাড়ী এলাকার সর্বস্তরের জনসাধারণ।

সায়ীদ কাদির বলেন, আমরা আগে থেকে চিলমারীর কয়েকটি চরের খোঁজখবর নিয়ে রেখেছিলাম। জানতে পেরেছিলাম চরবাসীর দুর্দশাগ্রস্ততার খবর। ট্রলারযোগে ৩০ কিলোমিটার পানিপথ অতিক্রম করে গেলাম শিকারপুর চরে। ট্রলার থামাতেই কিছু বৃদ্ধ-বৃদ্ধার দিকে চোখ পড়ল! তারা আমাদের অপেক্ষায় সেখানে বসে আছেন। তাদের চোখমুখ দেখে বোঝা যাচ্ছিল, একান্ত দায় ঠেকেই তারা এখানে এসেছেন। কিছু বিধবা-পঙ্গু লোককে দেখে চোখের পানি আটকানো যাচ্ছিল না।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বাংলাদেশ আইসিসি থেকে সুখবর পেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা