আ.লীগ ক্ষমতায় থাকলে কেউ অভুক্ত থাকবে না: আফরুজা বারী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  প্রকাশিত : ১০ আগস্ট ২০১৯, ১৮:৩৬| আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৮:৩৮
অ- অ+

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একটা মানুষও অভুক্ত থাকবে না বলে মন্তব্য করেছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আফরুজা বারী। বলেন, ‘বর্তমান সরকার জনগনের সরকার। দুস্থ মানুষদের পাশে এ সরকার আছে এবং সর্বদাই থাকবে।’

ঈদুল আযহা উপলক্ষে শনিবার সুন্দরগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকার দুস্থ মানুষদের মাঝে বিশেষ বরাদ্দের ত্রাণ বিতরণকালে একথা বলেন আফরুজা বারী, যিনি আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকও।

দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে জানিয়ে আফরুজা বারী বলেন, ‘কোনও মানুষই যাতে অভুক্ত না থাকে, সেজন্য সরকার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে সব দুস্থদেরকে সরকারের এ বিশেষ সহযোগিতার আওতায় আনা হবে।’

সবার সহযোগিতায় সুন্দরগঞ্জ উন্নত জনপদে পরিণত হবে আশা রেখে তিনি বলেন, ‘এ উপজেলায় কারও কোন সমস্যা থাকবে না। মানুষের জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে।’

এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে এলাকার জনগনের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন। এদিকে শোকের মাস আগস্ট যথাযথভাবে উদযাপন করার জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এ নেত্রী।

সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম, কঞ্চিবাড়ি, চন্ডিপুর, বেলকাসহ বিভিন্ন এলাকার ১২০০ দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা,অন্যতম সদস্য ফাহমিদা বুলবুল কাকলী, স্বেচ্ছাসেবক লীগের মেহেদী হাসান রাসেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১০আগস্ট/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
ভোররাতে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ফুটবল বাঘিনীদের বর্ণাঢ্য সংবর্ধনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা