চার কোটি টাকা আত্মসাতের মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

খুলনা ব্যুরো,ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৯, ২১:৪০
অ- অ+

খুলনায় ব্যবসার চার কোটি টাকা আত্মসাত মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর শেরেবাংলা রোডের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৫ আগস্ট চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী এম এ মাজেদ সরকার।

গ্রেপ্তার দুইজন হলেন- মামলার প্রধান আসামি মাহমুদুর রহমান ও তার বাবা আবদুল কাদের। মামলার ওপর আসামি মাহমুদুরের ভাই আরিফুর ইসলাম পলাতক রয়েছেন।

সিআইডির এসআই মধুসুধন বর্মন জানান, বাদী ও আসামিরা ২০১০ সাল থেকে অংশিদারী ব্যবসা শুরু করেন। তারা যৌথ হিসেবে লেনদেন করতেন। ৪/৫ মাস আগে আসামিরা ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে বাদীকে বের করে দেন। পরে তিনি নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা করেন।

তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা