চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তদের বিএনপির সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৭:২৩ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ১৬:৩১

মিরপুর রূপনগর এলাকায় চলন্তিকা ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সাহায্য বিতরণ করেছে বিএনপি।

মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এই সহযোগিতা করেন।

এসময় ক্ষতিগ্রস্তদের একজন শফিকুল ইসলাম বলেন, তার ১০টি ঘর ছিল সব পুড়ে শেষ। সারা জীবনের যা অর্জন, সহায় সম্বল সব শেষ। কয়েক দিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

ক্ষতিগ্রস্ত ফারুক হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার পরনের কাপড়টুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সব আগুনে শেষ করে ফেলছে।

বিএনপি নেতা আমিনুল হক বলেন, বস্তিবাসীদের হাজার হাজার ঘর পুড়ে শেষ। নিম্ন আয়ের এসব মানুষের সামান্য জিনিসপত্রও তারা রক্ষা করতে পারেনি। ভয়াবহ আগুন তাদের সবকিছু কেড়ে নিয়েছে, তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অসহায় গরিব-দুঃখী মানুষকে সাহায্য করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন।

আমিনুল হক বলেন, সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে বেশ কিছু মানুষের সাহায্য করছি।

এসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সভাপতি ফকরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দীন তুষার, স্থানীয় বিএনপি নেতা গাজী সিরাজ, হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপি কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাওসার হামিদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি রাজিব আহম্মেদসহ স্থানীয় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০আগস্ট/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :