ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ১৬:৩৫
অ- অ+

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এাণবাহী একটি হেলিকপ্টার বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ এক ক্রু মারা গেছেন।

রাজ্যের উত্তরকাশির মোরি থেকে বন্যা দুর্গত মোলভি অঞ্চলে ত্রাণ পৌছানোর উদ্দেশ্যে হেরিটেজ অ্যাভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি রওয়া দেয়। কিন্তু রাস্তায় বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কায় হেলিকপ্টারে আগুন লেগে যায়।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্যরা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিল।

সম্প্রতি ভারী বর্ষণপাতের কারণে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় ৩৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। উত্তরকাশীর টনসসহ বিভিন্ন নদীতে প্রবল জোয়ার বইছে।

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ান রাজ্যেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। গত কয়েক দিন বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে হিমাচল প্রদেশে অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। ২০১৩ সালে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছিল। বন্যায় প্রায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

ঢাকাটাইমস/২১আগস্ট/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা