বরিশালে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

ব্যুরো প্রধান, বরিশাল
  প্রকাশিত : ২২ আগস্ট ২০১৯, ২২:১৫
অ- অ+

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত মনির হোসেন নামে আরো একজন মারা গেছেন।

বুধবার গভীর রাতে হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)তার মৃত্যু হয়।

মনির বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুনদি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

চিকিৎসকরা জানিয়েছেন, গত ১৮ আগস্ট মনির হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিমে ভর্তি হয়। ২১ আগস্ট সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছয়জন। এছাড়া বরিশাল বিভাগে মৃতের সংখ্যা নয়জন।

গত মঙ্গলবার রাতে ঢাকায় নেয়ার পথে গৌরনদীতে আরো এক নারীর মৃত্যু হয়।

এদিকে, শেবাচিমের তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে এক হাজার ৪৩০ রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ২৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬৩ জন। এর মধ্যে পুরুষ রোগী ৯৩ জন, মহিলা ৩৯ ও শিশু ৩১ জন।

হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন বলেন, প্রকৃতপক্ষে বরিশালে এডিস মশার উপদ্রব নেই। শেবাচিম হাসপাতালে যেসব রোগী ভর্তি হয়েছে তারা সবাই কোন না কোনভাবে ঢাকায় আসা যাওয়া করেছেন। তবে বরিশাল নগরীর বাইরে অন্য জেলার কিছু রোগী পাওয়া যাচ্ছে, যারা নিজ এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

পরিচালক বলেন, ঈদে ঢাকার মানুষ বরিশালে আসে। এ কারণে ঈদের দু-একদিন পূর্বে থেকে ঈদ পরবর্তী কয়েকদিন শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেশি ছিল। তবে বর্তমানে তা কমতে শুরু করেছে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা