শ্রমিকদের কর্মবিরতি: পাবনায় বাস বন্ধে দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২
অ- অ+

মজুরি বৃদ্ধির দাবিতে পাবনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন মোটর শ্রমিকরা। গত রাতে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এক বৈঠকে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়। সকাল থেকে বাস বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন মানুষ।

শ্রমিকদের অভিযোগ, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া মোটর মালিক গ্রুপ দীর্ঘদিন ধরে নিচ্ছেন। ভাড়া বাড়ার কারণে দূরপাল্লার কোচগুলোর শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য তিন মাস ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু শুধু আশ্বাস দিয়ে বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে না মোটর মালিক গ্রুপ। এজন্য মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবনার মোটর শ্রমিকরা।

শ্রমিকদের কর্মবিরতির ফলে পাবনা থেকে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার কোচ এবং আভ্যন্তরীণ রুটে আঞ্চলিক বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে পাবনার ওপর দিয়ে অন্যান্য জেলা ও বিভাগের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

কর্মবিরতি শুরুর পর সোমবার সকালে পাবনা থেকে কোনো কোচ বা বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে বিকল্প উপায়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।

ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা