গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নেতাদের অভিষেক

গবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬
অ- অ+

উৎসবমুখর পরিবেশে শেষ হলো গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গাকসু) নেতাদের শপথগ্রহণ। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত ছয়জন ছাত্র নেতাসহ ও ২২ জন বিভাগীয় প্রতিনিধির শপথ বাক্য পাঠ করান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। ইতিহাস স্বাক্ষী, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ন্যায্য দাবির আন্দোলনে ছাত্রসমাজের নেতৃত্বে সফলতা এসেছে।’

গাকসুর সভাপতি অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, বেনজীর আহমেদ।

এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

অনুষ্ঠানে আরো ছিলেন-গণবিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হন গাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে জুয়েল রানা ও সাধারণ সম্পাদক (জিএস) নজরুল ইসলাম রলিফ নির্বাচিত হন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু, ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল হাসান শিপন এবং প্রচার ও সমাজসেবা সম্পাদক অর্জুন রাজবংশী।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা