‘বিছানা থেকে উঠতে পারছেন না খালেদা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৫
অ- অ+
ফাইল ছবি

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তার ছোট বোন সেলিনা ইসলাম। সাবেক এই প্রধানমন্ত্রী এখন কারো সহযোগিতা ছাড়া বিছানা থেকে উঠতে পারছেন না বলে জানান তিনি।

কারাবন্দি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। শুক্রবার বিকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান বোন সেলিনা ইসলামসহ পাঁচ স্বজন।

সাক্ষাৎ শেষে বেরিয়ে সেলিনা ইসলাম সাংবাদিকদের জানান, তার বোন এখন শারীরিকভাবে আরও দুর্বর হয়ে পড়েছেন। একা উঠে বসতে পারছেন না এবং হাঁটাচলা করতে পারছেন না।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সেলিনা ইসলাম, তার স্বামী রফিকুল ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য শুক্রবার বিকাল পাঁচটার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। শারীরিক অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা