কোল থেকে ছিটকে পড়ে লেগুনাযাত্রী শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫০
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা থেকে পড়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম খাদিজা আক্তার। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজার মা পারভীনের বরাত দিয়ে আমাদের মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন, খাদিজাকে তিন মাসের পেটে রেখে তার বাবা পালিয়ে যায়। পরে শিশুটির জন্মের তার মা পারভীন ডেমরার কোনাপাড়া মেহেন্দীবাড়ি এলাকায় একটি বাড়িতে থাকতেন। সেখানে কাজকর্ম করেই তাদের জীবন চলছিল। রবিবার সকালে খাদিজাকে নিয়ে একটি কাজে যাত্রাবাড়ীতে এসেছিলেন পারভীন। পরে লেগুনায় চড়ে যাওয়ার সময় যাত্রাবাড়ী ছাগলের আড়তের সামনে কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় খাদিজা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল খান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, খাদিজার লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা