দুই আ.লীগ নেতার বাসা থেকে কোটি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৩| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৮
অ- অ+

রাজধানীর গেণ্ডারিয়ায় আওয়ামী লীগের দুই নেতার বাসা থেকে কোটি টাকা জব্দ করেছে র‌্যাব। এছাড়া বিপুল স্বর্ণালঙ্কার, দুটি বন্দুক ও তিনটি পিস্তল উদ্ধার করা হয়।

মঙ্গলবার গেণ্ডারিয়ার মুরগিটোলায় ওই দুই নেতার বাসা থেকে এসব টাকা ও স্বর্ণলঙ্কার জব্দ করা হয়।

যাদের বাসায় অভিযান চালানো হয়েছে তারা হলেন গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন। তারা সম্পর্কে আপন দুই ভাই। দুজনই রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকা, স্বর্ণালঙ্কার, বিদেশি পিস্তল ও বন্দুক জব্দ করা হয়। এগুলো সবই অবৈধ উপায়ে অর্জন করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। অভিযানে রুপন নামে আরও এক আওয়ামী লীগের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছেন।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা