ইনজুরি ছাড়া অন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়: বাশার

ক্রীড়া ডেস্ক,ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১২:৩৯ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০১৯, ১২:৩৪

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের(এনসিএল) ২১তম আসর।ঘরোয়া লিগের সর্বোচ্চ আসরের জমকালো আয়োজনে স্বাভাবিকভাবেই ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড।ঘরোয়া এই লিগে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে বোর্ড বাধ্যবাধকতা প্রকাশ করেছে।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও বর্তমান বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ইতিমধ্যেই আমরা সব ধরনের নির্দেশনা প্রকাশ করেছি।এই লিগে জাতীয় দলের সকল খেলোয়াড়দের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু ইনজুরির বিষয়টা আলাদা। সাকিব আল হাসান ও লিটন দাস সিপিএল(ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলার কারণে আসরের প্রথম ম্যাচে থাকতে পারবেন না।কিন্তু বাকি সকল খেলোয়াড়দের অংশগ্রহণ করতে হবে।’

মাঠে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে শংকা প্রকাশ করেছেন বাশার। তিনি বলেন, ‘দেখা যায় চতুর্থ দিনে গিয়ে খেলোয়োড়রা সম্পূর্ণ ফিট থাকে না। এই কারণে বিসিবি ধরা বাধা নিয়মও করে দিয়েছে।’

গত মঙ্গলবার ফিটনেস টেস্ট তথা বিপ টেস্ট দিতে হয়েছে খেলোয়াড়দের।মূলত ব্যাট, প্যাড বা বল নিয়ে ক্রিকেটারদের দম বিচার করাই বিপ টেস্টের কাজ। এ প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় একজন ক্রিকেটার কি পরিমাণ অক্রিজেন নিতে পারে, যা খেলোয়াড়দের প্রাণশক্তির নির্ণায়ক হতে পারে।

যতদূর জানা গেছে, এবারের আসরে ‘বিপ টেস্টে’ একজন খেলোয়াড়ের ১১ স্কোর থাকতে হবে। যাদের এ স্কোর থাকবে না তারা এনসিএল খেলতে পারবেন না। ফিটনেস টেস্ট দিয়েই এনসিএল খেলতে হবে।

বাশার বলেন, ‘সিনিয়র খেলোয়াড়দের কথা বিবেচনা করে তাদের ‘বিপ টেস্ট’র স্কোর নূন্যতম ১০ ধরা হয়েছে।কিন্তু বোর্ড ভবিষ্যতে আরোও কঠোর হবে।’

গত আসরে বিপ টেস্টের পাস মার্ক ছিল ৯, কিন্ত এবার তা বাড়িয়ে ১১তে আনা হয়। গত মঙ্গলবার এই বিপ টেস্টের মাধ্যমে বাদ পড়েছেন আশরাফুল,নাসির,ইলিয়াস ও রাজ্জাকের মত সিনিয়র ক্রিকেটাররা।

(ঢাকাটাইমস/৫ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :