মল ছিটিয়ে টাকা লুট, চারজন কারাগারে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৯, ২২:৪০

নওগাঁর রাণীনগরে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের গায়ে মল ছিটিয়ে দিয়ে টাকা লুট চক্রের চার সদস্যের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদেশ দেন।

এদিন কারাদণ্ডপ্রাপ্ত চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের মোস্তফা, বড়গয়না গ্রামের আশরাফ আলী, একই গ্রামের সিদ্দিক মোল্লা ও মালদাপাড়া গ্রামের রফিকুল ইসলাম।

স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে উপজেলা সদরের বেলোবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জাফর সদরের রাণীনগর উপজেলা সোনালী ব্যাংক টিটিডিসি শাখা থেকে ১৬ হাজার ৪শ টাকা উত্তোলন করে নিচে নেমে আসেন। এ সময় চক্রের চার সদস্য তার পরনের কাপড়ে মানুষের মল ছিটিয়ে দিয়ে ধৌত করার জন্য ব্যস্ত রেখে অভিনব কৌশলে ১৬ হজার ৪শ টাকা লুট করে নিয়ে যায়। এরপর চক্রের সদস্যরা ভ্যানযোগে যাবার সময় ভ্যানেই টাকা ভাগবাটোয়ারা নিয়ে টানা হেচরার সময় স্থানীয়রা দেখতে পেয়ে তার সন্দেহ হয়। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করলে চক্রের সদস্যদের নিকটে লুটকৃত টাকা এবং কৌটায় ভরানো মানুষের মল পাওয়া যায়।

আটক চারজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ‘এ ঘটনায় তাদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা,, আহত ১০

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :