সিলেটে শিশু নাঈম হত্যায় চারজনের ফাঁসির আদেশ

ব্যুরো প্রধান, সিলেট
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৯, ১৭:২২
অ- অ+

সিলেটের দক্ষিণ সুরমায় ১১ বছরের শিশু মোজাম্মেল হোসেন নাঈম হত্যা মামলায় চারজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বুধবার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম মোহিতুল হক ইনাম চৌধুরী এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের ইসমাইল আলী, একই এলাকার মিঠুন মিয়া, ভার্থখলার বিপ্লব ওরফে বিপুল ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নাদবুদ গ্রামের জুনেদ হোসেন। তারা সবাই সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এ মামলায় রুবেল আহমদ নামে এক আসামি খালাস পেয়েছেন।

সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুল মালেক জানান, ২০১১ সালের ১৪ আগস্ট তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু নাঈম। সাত দিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে তার বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়। নাঈমের পরিবারের সাথে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটায় আসামিরা।

২০১১ সালের ২০ আগস্ট নাঈমের বাবা আব্দুল হক অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

একই বছরের সালের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে
অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা