চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৯, ১২:২৯
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে জোহরুল ইসলাম।

জানা গেছে, জোহরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য গভীর রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে জোহরুল ইসলাম নিহত হন।

স্থানীয়রা জানায়, তার সহযোগীরা জোহরুলের লাশ উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এলে পরিবারের লোকজন গোপনে তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় লাশ দাফন করে।

মনাকষা ইপি সদস্য সমির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি।

এ ব্যাপারে ৫৩ বিজিরি অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না তা আমরা এখনো নিশ্চিত নই। আমার ধারণা, নিজেদের মধ্যে কেউ ঘটনা ঘটিয়ে তা অপপ্রচার চালাতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা