আবরার হত্যায় এবার মনিরের দায় স্বীকার

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:৩৩ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:২৫

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী তার স্বীকারোক্তি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৯ অক্টোবর মনিরসহ তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে এই জবানবন্দি দিলেন মনির।

এনিয়ে মামলাটিতে ছয়জন আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন। অপর পাঁচজন হলেন, বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. অনিক সরকার, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররেফ সকাল, ক্রীড়া সম্পাদক মো. মেফতাহুল ইসলাম জিয়ন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ও শিক্ষার্থী মো. মুজাহিদুর রহমান।

এদিকে এদিন মনিরের সঙ্গে রিমান্ডে যাওয়া আকাশ হোসেন কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে একই আদালত।

এছাড়া একই সঙ্গে রিমান্ডে যাওয়া অপর আসামি সাসছুল আরেফিন রাফাতের পাঁচ দিনের রিমান্ড শেষে এদিন ফের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামি পক্ষে মেহেদী হাসান রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিনের আবেদনে বলেন, আসামি রিফাতকে সেখানে ডেকে নেয়া হয়েছিল। সে মারধরের সঙ্গে জড়িত নয়। ডেকে নেয়ায় তাকে ভিডিও ফুটেজে দেখা গেছে। সে কোনো দলও করে না। তাই পুনরায় রিমান্ডের কোনো প্রয়োজন নেই। একই বিচারক শুনানি শেষে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটিতে এর আগে রিমান্ড শেষে কারাগরে রয়েছেন, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, কর্মী মুনতাসির আল জেমি, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসাতিয়াক আহম্মেদ মুন্না, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও মিজানুর রহমান।

রিমান্ডে রয়েছেন, বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা, বুয়েটের শিক্ষার্থী শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা ও হোসেন মোহাম্মাদ তোহা।

একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গত ৬ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন চকবাজার থানায়।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :