‘তৃণমূলই আ.লীগের প্রাণ’

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৫৬

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, ‘১৯৭৫ সালের পর অনেকে বিশ্বাসঘাতকতা করলেও তৃণমূল কখনো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। ২০০৭ ও ০৮ সালে অনেকে সংস্কারপন্থি ভূমিকা পালন করলেও তৃণমূল কখনো শেখ হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। কাজেই তৃণমূল আওয়ামী লীগের প্রাণ।’

গতকাল দুপরে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব মন্তব্য করেন তিনি।

বিএম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপি-জামায়াত-শিবিরের অনেকেই নিজেদের রক্ষার জন্য আওয়ামী লীগে প্রবেশ করেছে। আমরাও দলের শক্তি বৃদ্ধির জন্য তাদের দলে আশ্রয় দেয়ায় আজ দেশে কেসিনোর সৃষ্টি হয়েছে। কাজেই বিএনপি-জামায়াতের মতলববাজদের আওয়ামী লীগের ঠাঁই নেই। ইতোমধ্যে যারা দলে ঢুকে পড়েছে, তাদেরও চিহ্নিত করে দল থেকে বের করে দেয়া হবে। এজন্য তৃণমূলকে ভূমিকা রাখতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নতির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এমনি মন্তব্য করে তিনি আরো বলেন, ‘এতোদিন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হিসেবে দেশে বিদেশে পরিচিত থাকলেও এখন আর সেই অবস্থা নেই। আজ বাঙালি জাতি সারা দুনিয়ায় সম্মানের জাতিতে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা নিশ্চিত করতে প্রতি উপজেলায় সরকারি বিদ্যালয়-কলেজ স্থাপন করে চলেছেন। প্রাথমিক বিদ্যালয় বিহীন গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন চলমান রয়েছে। এভাবেই তিনি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছি।’

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, মাজহারুল ইসলাম সুজন, সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫ক্কক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :