নারীর শক্তির উৎস পুরুষ: জোলি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৯, ১১:০০| আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১১:১৬
অ- অ+

কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাটাই ক্ষমতার পরিচয়। এমনটাই মনে করেন হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি। তার মতে, নারীর শক্তি দেখানোর উপায় হল পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, তাদের সঙ্গে বিবাদে জড়ানো নয়। পুরুষই নারীর শক্তির উৎস। এই পথেই পৃথিবীটা আরও সুন্দর হবে বলে তিনি উল্লখ করেন।

অভিনেত্রী-নির্মাতা-অ্যাক্টিভিস্ট জোলি ডিজনির ছবি ‘ম্যালফিসেন্ট: মিসট্রেস অফ ইভেল’-এ ভিলেন চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রায়ই একটা কথা চোখে পড়ে, ‘এই নারী শক্তিশালী’। তখনই দেখি, হয় সেই নারীকে কোনো পুরুষকে হারাতে হচ্ছে, বা সেই পুরুষের সমকক্ষ হতে হচ্ছে বা সেই নারীর কোনো পুরুষকে দরকারই পড়ছে না।’

‘ম্যালফিসেন্ট’-এ জোলির সঙ্গে আছেন অভিনেত্রী এলি ফ্যানিং। এলির প্রসঙ্গে জোলি বলেন, ‘আমাদের দুজনের চারপাশের পুরুষদের থেকে শেখা উচিত। আমার মনে হয়, অল্পবয়সী মেয়েদের কাছেও গুরুত্বপূর্ণ এই মেসেজটা যাওয়ার দরকার আছে। তাদের উদ্দেশ্যে বলি, নিজেদের শক্তি খুঁজে বের করো। তার সঙ্গে সঙ্গে তোমাদের চারপাশের পুরুষদের থেকেও শেখো, তাদের শ্রদ্ধা করো।’

আগামী ছবি প্রসঙ্গে জোলি বলেন, ‘এখানে নারীরা খুব শক্তিশালী। কিন্তু যে ভিলেন, যে খারাপ, সেও একজন নারী। তাকে একসময় হারতেই হয়। এই সমস্ত নানারকম নারী চরিত্রের আনাগোনা আছে ছবিতে। কিন্তু আমি এটাও বলতে চাই, এই সমস্ত নারী চরিত্রের সঙ্গে যে পুরুষ চরিত্র আছে তারাও অসাধারণ। সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ।’

ঢাকাটাইমস/১৬অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা