ম্যারাথনের ওপর ওষুধ নেই: মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৯, ১১:৪১
অ- অ+

মোবাইল আসক্তি থেকে বের হয়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ম্যারাথনের আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঘর থেকে বের হয়ে খেলাধুলা, সাইক্লিং ও ম্যারাথনের আয়োজন করতে হবে। তরুণদের জন্য ম্যারাথনের বিকল্প নেই।’

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের সামনে এক মাদকবিরোধী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘তরুণ প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মাঠে থাকতে হবে, খেলাধুলা করতে হবে। সাইক্লিং করতে হবে বা ম্যারাথনের আয়োজন করতে হবে। একটা কথা আছে না, মাইরের ওপর ওষুধ নেই। আমি মনে করি ম্যারাথনের ওপর ওষুধ নেই।’

মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত পাঁচ কিলোমিটার দীর্ঘ ‘রান ফর ব্রেকিং ড্রাগস’ শিরোনামের এই ম্যারাথন দৌড়ে অংশ নেন চার শতাধিক দৌড়বিদ।

অ্যাপস ভিত্তিক সাইকেল সেবা চালু হলে সাইকেল ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি পাবে বলে মনে করেন মেয়র আতিকুল। বলেন, ‘সাইকেল লেনের জন্য আমরা রাজধানীর আগারগাঁও প্রায় ১০ কিলোমিটার এক্সক্লুসিভ সাইকেল লেন করে দিয়েছি। সেখানে সবাই সাইকেল ভাড়াও পাওয়া যাবে। অ্যাপসের মাধ্যমে সাইকেল পাওয়া যাবে। এসব সুযোগ-সুবিধা আমরা করে দেবো। যেন সবাই সাইক্লিংয়ে আকৃষ্ট হয়।’

সড়ক ও ফুটপাতে দখল ঠেকাতে নাগরিকদের দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘উত্তরার রাস্তা অনেক বড় ও প্রশস্ত। কিন্তু ওখানকার ফুটপাত দখল হয়ে যাচ্ছে, সঙ্গে রাস্তাও। আমরা উচ্ছেদ করি ফের দখল হয়ে যায়। নাগরিকদের উচিত সেদিকে লক্ষ্য রাখা।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই আমজাদ হোসেন, জেসিআই ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সামির ওবায়েদ এবং নুসরাত করিম তনিমা প্রমুখ।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এহসান মাহমুদে বিব্রত বিএনপি
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা