মগবাজারে বাসের ধাক্কায় সাইকেলআরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৯, ১৮:৫৮
অ- অ+

রাজধানীর মগবাজারে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ভোলানাথ। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন।

শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ঘাতক বাসটির চালককে আটক করেছে। সেইসঙ্গে জব্দ করা হয়েছে বাসটিও।

ভোলানাথের শ্যালক তাপস জানান, 'মগবাজারের একটি ওয়ার্কশপে কাজ করতেন ভোলানাথ। তার দুটি সন্তান রয়েছে। পরিবার নিয়ে কেরানীগঞ্জে থাকতেন। সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলের উদ্যেশে বের হয়েছিলেন। এর কিছুক্ষণ পর পুলিশের মাধ্যমেই জানতে পারেন সড়ক দুর্ঘটনায় ভোলানাথ আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।'

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার জানান, সকালে বড় মগবাজার গ্রান্ড প্লাজার সামনে গাজীপুর পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা