টেস্টে ব্র্যাডম্যানের ৭১ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা!

টেস্টে প্রথম কোনো সিরিজে ওপেন করতে নেমেছেন। আর নেমেই কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের ৭১ বছরের অবিস্মরণীয় এক রেকর্ড ভেঙেছেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। দ্বিতীয় টেস্ট অতটা ভাল না গেলেও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। রাঁচীতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে করেছেন ২১২ রান।
ওপেনিং এ নেমে এখনো পর্যন্ত ধারাবাহিক রোহিত। চলতি সিরিজে এরই মধ্যে করে ফেলেছেন ৫২৯ রান। চার ইনিংসে রোহিতের সংগ্রহ দুটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি। আর সেই সাথে নিজের টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটিও করে ফেলেছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।
একই সাথে ঘরের মাঠে টেস্টে ১০টার বেশি ইনিংস খেলার ভিত্তিতে গড়েছেন অনন্য এক রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ২১২ রান করার সুবাদে দেশের মাঠে টেস্টে রোহিতের গড় রান এখন ৯৯.৮৪।
যা ক্রিকেট ইতিহাসের অসংখ্য নামজাদা সব ব্যাটসম্যানকে তো বটেই পেছনে ফেলেছে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানকেও।
ঘরের মাঠে কিংবদন্তি এই অস্ট্রেলিয়ানের গড় রান ৯৮.২২। রোহিত শর্মা এবার টপকে গিয়েছেন তাকেও। যা বিরল এক কৃতিত্ব।
(ঢাকাটাইমস/২১ অক্টোবর/মিনহাজ)

মন্তব্য করুন