সড়কের ছয় কিলোমিটারে ৩৭ মরণফাঁদ!

আজহারুল হক, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৭ অক্টোবর ২০১৯, ০৭:৫৭

ময়মনসিংহের গফরগাঁওমুখী সড়কের বাকগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। এ সড়কের ১০ কিলোমিটারের মধ্যে ছয় কিলোমিটারের মধ্যে ৩৭টি মরণফাদ। এসব বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে একদিকে যেমন প্রাণহানি হচ্ছে অন্যদিকে গাড়ি ভেঙেচুরে নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন মালিকদের অপূরণীয় ক্ষতিও হচ্ছে।

এলজিইডির অদূরদর্শিতার কারনে এসব দূর্ঘটনা ঘটছে বলে যাত্রী ও যানবাহন চালকদের অভিযোগ। এলজিইডির তা নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ উঠেছে। ঝুঁকিপূর্ণ বাঁকে বাঁকে সতর্কতাস্বরূপ কোনো দিকনির্দেশনা সম্বলিত কোনো সাইনবোর্ডও নেই।

গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম জানান, নতুন কোনো চালক এ সড়কে গাড়ি নিয়ে এলে ছয় কিলোমিটার পথ মৃত্যুঝুঁকি নিয়েই অতিক্রম করতে হবে। কারণ এ সড়কে কোনো বাঁকেই সাংকেতিক চিহ্ন নেই। এ সড়কে চলাচলে জীবনের ঝুঁকি থাকার পরেও দূরত্ব কম হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী জৌনা বাজার হয়ে ময়মনসিংহ-ঢাকা সড়ক দিয়ে রাজধানীসহ অন্যান্য স্থানে যাতায়াত করে।

গফরগাঁও-ভালুকা সড়ক দিয়ে রাজধানীতে যাতায়াতের দূরত্ব বেড়ে যাওয়ায় যাত্রীরা বিকল্প হিসেবে ব্যবহার করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গফরগাঁওমুখী সড়ক। এ সড়ক দিয়ে গফরগাঁও, নান্দাইল ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজারো যাত্রী প্রতিদিন রাজধানী ঢাকা ও অন্যান্য এলাকায় যাতায়াত করে।

সরেজমিন ঘুরে দেখা যায়, এ রাস্তাটির বাঁকে বাঁকে রয়েছে মরণ ফাদ। গফরগাঁওমুখী সড়কের ১০ কিলোমিটার রাস্তার ছয় কিলোমিটার পথে এমন ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে কমপক্ষে ৩৭টি। গাড়ির চালক একটু অসাবধান হলেই এসব বাঁকের ঘটতে পারে দুর্ঘটনা।

মশাখালী ইউনিয়নের আওলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগম বলেন, গফরগাঁওমুখী সড়কের ১০ কিলোমিটারের ছয় কিলোমিটারেই এমন অসংখ্য বাঁক। এ রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে উপজেলা সদর থেকে স্কুলে যাতায়াত করতে হয়। এ সড়কটিতে বাঁকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন বলেন, ‘গফরগাঁওয়ের অধিকাংশ সড়কেই অস্বাভাবিক আঁকাবাঁকা। সড়ক সোজা থাকলে দূরত্ব, সংস্কার ব্যয় ও দুর্ঘটনার ঝুঁকি অনেক কম থাকে। নিয়ম অনুযায়ী সড়কের প্রতি পাঁচ কিলোমিটার পর হালকা বাঁক থাকতে পারে।’

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/ডিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :