জাপানে কর্মী পাঠানোর নামে প্রতারণা, জরিমানা ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০১৯, ১৯:১৯
অ- অ+

সরকারি অনুমোদন না নিয়ে জাপানে কর্মী পাঠানোর ভুয়া বিজ্ঞপ্তি ও ভুয়া চুক্তিপত্র পাওয়ার অপরাধে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থিত টিএমএসএস এর একটি ডোমেইন টিএমএসএস আইসিটিকে সাড়ে দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত মোবাইল কোর্ট এই জরিমানা করে।

জাপানে চাকরির প্রলোভন দেখিয়ে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও কর্মীদের প্রশিক্ষণ ও ভিসা প্রসেসিং বাবদ প্রতিজনের কাছ থেকে আট লাখ টাকা চার্জ ও ফি নেওয়ার প্রাক্কালে এই অভিযান পরিচালনা করা হয়।

কাজীপাড়ার ৬৩১/৫ নম্বর বাসায় টিএমএসএসের কার্যালয়ে পরিচালক নিগার সুলতানা, জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম ও বাবলু সরোয়ার নামে তিনজনকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩২ ও ৩৩ ধারায় যথাক্রমে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও ভুয়া ডিমান্ড লেটার, ভিসা ক্রয়-বিক্রয়ের নামে অবৈধ অফিস খুলে ব্যবসা করার দায়ে এই জরিমানা করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা পারভীনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। র‌্যাব-৩ মেজর জাহাঙ্গীর আলম ও এএসপি রবিউল ইসলাম এবং তাদের ১৮ সদস্যবিশিষ্ট একটি টিম তাকে সহযোগিতা করে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা