আলফাডাঙ্গায় জেলহত্যা দিবস পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৯, ১৯:১৫

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলহত্যা দিবস পালন করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের এবং মুক্তিযোদ্ধাদের আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক কামাল আতাউর রহমান, আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উদ্দৌলা রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কমিশনার মিজানুর রহমান মিজান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘পাকহানাদার বাহিনী এ দেশকে মেধা, জ্ঞান, প্রজ্ঞা ও রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করতেই জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু পাক প্রেতাত্মাদের সে স্বপ্ন পূরণ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। এখন শুধু জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার করে এদেশকে কলঙ্কমুক্ত করতে হবে।’

এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নড়াইলে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

এই বিভাগের সব খবর

শিরোনাম :