তাজিক-উজবেক সীমান্ত গোলাগুলিতে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯, ১৬:২৭| আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:৫১
অ- অ+

মধ্য এশিয়ার তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তের তল্লাশি চৌকিতে গোলাগুলির ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে গোলাগুলির ওই ঘটনার সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের যোগ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

রয়টার্স বলছে, বন্দুকধারীদের হামলায় তাদের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য এবং এক পুলিশ সদস্য নিহত হলে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে ১৫ হামলাকারী নিহত হয়। এছাড়া আরও পাঁচ হামলাকারীকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।

রাজধানী দুশানবে থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঘটনাটি ঘটেছে। তল্লাশি চৌকিতে হামলাকারী মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে তারা আফগানিস্তানের কার্যক্রম পরিচালনা করে থাকে। নিহতদের মধ্যে দুজন তাজিকিস্তানের এবং বাকি ১৫ জন উজবেকিস্তানের নাগরিক বলে জানা গেছে।

গতকাল তাজিকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে মুখোশ পরিহিত একদল অস্ত্রধারী সীমান্তের তল্লাশি চৌকিতে হামলা চালায়। সীমান্তরক্ষী বাহিনী সেই হামলা প্রতিহত করেছে। উভয় পক্ষের হামলায় ১৭ জন নিহত হয়েছেন।

চলতি বছরের মে মাসে দেশটিতে এক কারাগারে দাঙ্গায় ৩২ জন কয়েদি নিহতের ঘটনা ঘটে। এর মধ্যে অন্তত ২৪ জন ছিলেন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের সদস্য। কারাগারের ওই দাঙ্গায় প্রথমে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে তা ভয়াবহ আকার ধারণ করে।

ঢাকাটাইমস/০৬নভেম্বর/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা